ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ঘুড়ি উড়াতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে মাহিন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে জেলা শহরের নগুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহিন (১৩) ওই এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে এবং কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে জেলা শহরের নগুয়া এলাকায় পাঁচতলা ভাড়া বাসার ছাদে ঘুড়ি উড়াচ্ছিল মাহিন। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় সে।  

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।