ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত, বাসা লকডাউন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত, বাসা লকডাউন

সিলেট: সিলেটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত জানিয়েছেন। 

তিনি বলেন, আমরা নিয়মিত করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে ও আইসোলেশনে থাকা রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য রক্তের নমুনা ঢাকার রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠাই। তাতে রোববার রাতে ওই লোকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

এরপর ঘটনাটি প্রশাসনকে অবহিত করে তার বাড়িটি লকডাউন করা হয়।  

শনাক্ত হওয়া ওই রোগী প্রবাসী নন। তিনি একজন চিকিৎসক। তিনি নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা বলে জানান সিভিল সার্জন।  

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেটে এ প্রথম করোনা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ওই রোগী তার নিজ বাসাতেই আছেন। বাসাটি লকডাউন করার করার জন্য প্রশাসনকে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।