ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় ৫০০ রোগীকে সেবা দিলো সেনাবাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
কুষ্টিয়ায় ৫০০ রোগীকে সেবা দিলো সেনাবাহিনী

কুষ্টিয়া: চলমান করোনা পরিস্থিতিতে কুষ্টিয়ার কুমারখালীর সাঁওতা এলাকায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোবাবার (০৫ মার্চ) কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের সাঁওতা স্কুল মাঠ সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্রে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৭১ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় এ চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।

মেডিক্যাল ক্যাম্পেইনে চাঁপড়া ইউনিয়নের সাধারণ জনগণের সমস্ত রোগের চিকিৎসা সেবা ও করোনা ভাইরাসের লক্ষণ পরীক্ষা-নিরীক্ষা এবং ছোট বাচ্চাদের পরীক্ষা-নিরীক্ষা করার পর বাচ্চাদের মধ্যে চিপস, চকলেট বিতরণ করে সেনাবাহিনী।

এছাড়াও জনসাধারণকে মহামারী করোনা ভাইরাসের ভয়ঙ্কর  
রূপের বর্ণনা দিয়ে জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেয় সেনাবাহিনীর সদস্যরা।

মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর ২১ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহাবুব রহমান ও চাঁপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।