ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রংপুরে বিকেল ৫টার পর ওষুধ ছাড়া সব দোকান বন্ধের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
রংপুরে বিকেল ৫টার পর ওষুধ ছাড়া সব দোকান বন্ধের নির্দেশ .

রংপুর: রংপুরে বিকেল ৫টার পর থেকে ওষুধের দোকান ছাড়া  জেলার  সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

রোববার (৫ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসিব আহসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিতে ও জেলার সব মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে প্রতিদিন বিকেল ৫টার পর থেকে ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট, কাঁচাবাজার, হাট ও মার্কেট বন্ধ ঘোষণা করা হলো।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বজায় থাকবে।

তবে কৃষিপণ্য পরিবহন ও বিপণনজনিত কেনা-বেচা এর আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।