ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৈশাখী ভাতার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিল বিএফএসএ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
বৈশাখী ভাতার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিল বিএফএসএ

ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) সদস্যরা তাদের এ বছরের বৈশাখী ভাতার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

রোববার (০৫ এপ্রিল) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, এই অর্থ প্রদানের মাধ্যমে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলকে সমৃদ্ধ করার পাশাপাশি এ বছর নববর্ষ অনাড়ম্বরপূর্ণ ও জনসমাগম ছাড়া পালন করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি একাত্মতা প্রকাশ করছে।

বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারের সব উদ্যোগে সহযোগিতার পাশাপাশি যেকোনো সংকট মোকাবিলায় দেশের জনগণের সহায়তায় কাজ করতে বদ্ধ পরিকর।

ইতোমধ্যে মুজিববর্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর গৃহনির্মাণ কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
টিআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad