ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারি নির্দেশনা অমান্য করায় ৯ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
সরকারি নির্দেশনা অমান্য করায় ৯ জনকে জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠিতে প্রশাসনের কঠোর ও নানামুখী পদক্ষেপের মধ্যেও অনেকেই মানছেন না সরকারি নির্দেশনা। ঘরে থাকার নির্দেশ থাকলেও অনেকেই বিনা কারণে বাইরে ঘোরাফেরা ও আড্ডায় মগ্ধ হন। তবে জনসমাগম রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজটি অব্যাহত রেখেছে প্রশাসন।

পাশাপাশি আইন-অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়াও হচ্ছে ব্যবস্থা।   এদেরমধ্যে রাজাপুরে বাইরে অযথা ঘোরাঘুরি অপরাধে ১ ব্যক্তিকে ৫শ টাকা, জুয়া খেলায় ২ ব্যক্তিকে ২শ টাকা ও দোকান খুলে আইন ভঙ্গসহ মোট ৯ ব্যক্তিকে ২১ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদার।

দণ্ডপ্রাপ্তরা হলেন নৈকাঠি বাজারে আব্দুল হালিম ৩ হাজার টাকা, লেবুবুনিয়া বাজারে মাসুদ ২ হাজার টাকা, আবুল হোসেন ৫শ টাকা, পুটিয়াখালী মীরের হাটে শাহ জামাল বেপারী ৫ হাজার টাকা, কবির তালুকদার ৫ হাজার টাকা, হযরত আলী ৫ হাজার টাকা, হাসান ৫শ টাকা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।