ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১০ টাকায় চাল পাচ্ছেন ফেনীর নিম্নআয়ের মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
১০ টাকায় চাল পাচ্ছেন ফেনীর নিম্নআয়ের মানুষ প্রধানমন্ত্রী ঘোষিত ১০ টাকায় কেজি চাল পাচ্ছেন ফেনীর নিম্নআয়ের মানুষ।

ফেনী: প্রধানমন্ত্রী ঘোষিত ১০ টাকায় কেজি চাল পাচ্ছেন ফেনীর নিম্নআয়ের মানুষ। দিনে ১২ টন চাল ১০ টাকা কেজি হিসেবে বিক্রি হবে। সপ্তাহে তিনদিন নির্দিষ্ট ডিলাররা চাল বিক্রি করবে।

রোববার (৫ এপ্রিল) সকালে কলেজ রোড থেকে ওপেন মার্কেট সিস্টেম (ওএমএস) খাতে চাল বরাদ্দ কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা খাদ্য নিয়ন্ত্রকের রুটিন দায়িত্বে মো. সহিদ উদ্দিন মাহমুদ।

জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে, নাগরিকের স্বাস্থ্য নিরাপত্তায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। বর্তমান পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের কাজ না থাকায় কষ্ট করছে। তাদের কষ্ট লাঘবে সরকার ১০ টাকা কেজি দরে নিয়মিত চাল সরবরাহ করবে।

জেলা প্রশাসক বলেন, নিম্নআয়ের মানুষের জন্য সরকারের নানাবিধ সহযোগিতার পাশাপাশি জনপ্রতিনিধি, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে সহযোগিতা অব্যাহত রয়েছে। ফেনীতে খাদ্যের কোনো সংকট নেই। সহযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে সবাই যেন ঘরে থাকে, নিজেকে নিরাপদ রাখে। মানুষ যদি এরপরও করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি না মেনে ঘর থেকে বের হয়, তবে সরকার ও মানুষের এত সহযোগিতা সবই ব্যর্থ হয়ে যাবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, ফেনী জেলা শহরের ১৮টি ডিলার থেকে সপ্তাহে তিনদিন ১০ টাকা কেজি দরে চাল বিক্রি হবে। প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার মানুষ চাল কিনতে পারবেন। একজন ব্যক্তি একবারে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কেনার সুযোগ পাবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, ১৮ জন ডিলার ও বিক্রয় কেন্দ্র হচ্ছে আবদুল মতিন, কলেজ রোড; জাফর উল্যাহ হাজারী, মাস্টারপাড়া; মোতাহার হোসেন, সহদেবপুর; জসিম উদ্দিন, সুফী সদর উদ্দিন রোড; নুরুল হক, পশ্চিম ডাক্তারপাড়া; মো. ইলিয়াছ, পূর্ব রামপুর; মো. দেলোয়ার হোসেন, হাসপাতাল সড়ক; মো. ইসলাম, মহিপাল, শাহাদাত হোসেন চৌধুরী, মহিপাল; নজরুল ইসলাম ভূঞা, শাহীন একাডেমী রোড; মো. নবী আলম, পশ্চিম ডাক্তারপাড়া; কাজী আবদুল মতিন, শান্তি কোম্পানি রোড; পেয়ার আহম্মদ, কদলগাজী রোড; আবুল কাশেম, বিরিঞ্চি; নুরুল জাহিদ, উপজেলা গেট সংলগ্ন; শাহাদাত হোসেন, বারাহীপুর, মো. শফি উল্যাহ, বারাহীপুর রেল গেট সংলগ্ন, নাছির উদ্দীন হাজারী, মাস্টারপাড়া।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এসএইচডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।