ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যে ৫ এলাকায় করোনার ঝুঁকি বেশি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
যে ৫ এলাকায় করোনার ঝুঁকি বেশি

দেশে কিছু এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি সৃষ্টি হয়েছে। সতর্ক না হলে এসব এলাকায় সামাজিক সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।

ঝুঁকিপূর্ণ এসব এলাকার মধ্যে রয়েছে রাজধানীর মিরপুরের টোলারবাগ, বাসাবো এবং মাদারীপুর, নারায়ণগঞ্জ ও গাইবান্ধা।

বাসাবো এলাকায় ৯ জন আর মিরপুরে ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

রোবাবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাস সংক্রমণের শিকার ৮৮ জন শনাক্ত হলো।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। এ সংখ্যা এখন ৩৩। আর ৪৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৩২ জন হাসপাতালে ও ১৪ জন বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার বিষিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।