ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উলিপুরে অগ্নিকাণ্ডে সব হারিয়ে পথে বসেছে ১২টি পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
উলিপুরে অগ্নিকাণ্ডে সব হারিয়ে পথে বসেছে ১২টি পরিবার কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ সম্বলটুকু হারিয়েছে ১২টি পরিবার।

কুড়িগ্রাম: করোনা ভাইরাস সংক্রমণের আতংকে মানুষ যখন দিশেহারা ঠিক তখনই কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ সম্বলটুকুও হারিয়েছে ১২টি পরিবার।

রোববার (০৫ এপ্রিল) পরিবারগুলোতে করোনা আতংক ছাপিয়ে সর্বস্ব হারানোর আর্তনাদ। চারিদিকে শুধু আগুনের লেলিহান শিখায় অঙ্গার ঘরবাড়ির ধ্বংসাবশেষ।

রোববার সকালে উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন।

শনিবার (০৪ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে উলিপুর উপজেলার দলদলিয়া ইউপির দক্ষিণ দলদলিয়া কইল্যাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১২টি পরিবারের ২০টি টিনের ঘর, ২টি গরুসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উলিপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দলদলিয়া ইউপির দক্ষিণ দলদলিয়া কইল্যাপাড়া গ্রামের এনামুল হকের রান্না ঘর থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলে তা মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় তার থাকার ঘরসহ গোয়াল ঘরে ছড়িয়ে পড়লে ২টি গরু পুড়ে মারা যায়।

আগুনের লেলিহান শিখা পাশের খতিব উদ্দিন, খতেজা বেগম, আবুল কালাম, বাইজিদ মিয়া, মহিম উদ্দিন, আবু নোমান, রফিকুল ইসলাম, মোজাম্মেল হক, মহিম উদ্দিন, রাজু মিয়া, আব্দুর রহমানের বাড়িতে ছড়িয়ে পড়লে ২০টি টিনের ঘর, আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়। খবর পেয়ে দ্রুত উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এফইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।