ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় কয়েকটি বাড়ি ‘লকডাউন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
ফতুল্লায় কয়েকটি বাড়ি ‘লকডাউন’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি ওই বাড়িটির পাশের সড়কটি বন্ধ করা দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক এ ঘোষণা দেন।

তিনি জানান, পূর্ব লামাপাড়া এলাকায় একটি ভবনে করোনা রোগী ছিলেন।

দু’দিন আগে তাকে রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার করোনার পরিজিভ রিপোর্ট পাওয়া গেছে। এ কারণে ওই বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে পুলিশের পাহারা বসানো হয়েছে।

এরই মধ্যে এসব বাড়িতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে বলেও জানান ইউএনও নাহিদা বারিক।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad