ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১ মাসের রেশন ৫শ পরিবারে দিল বাড্ডা থানা পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
১ মাসের রেশন ৫শ পরিবারে দিল বাড্ডা থানা পুলিশ

ঢাকা: করোনা ভাইরাস সংকটে এক মাসের রেশনের সব খাদ্যসামগ্রী পাঁচ শতাধিক অসহায় মানুষের হাতে তুলে দিয়েছে রাজধানীর বাড্ডা থানা পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বাড্ডা থানা প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপির) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম)।

এসময় তিনি বলেন, বাড্ডা থানা পুলিশ একটি মহতী উদ্যোগ নিয়েছে।

তারা দেশের এই দুর্যোগময় মুহূর্তে নিজেদের পুরো মাসের রেশন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে খাদ্য সহায়তা হিসেবে দিয়েছে। তাদের কৃতকর্মের জন্য একজন পুলিশ সদস্য হিসেবে আমার গর্ব হচ্ছে। সার্বক্ষণিক এমন কাজে আমি পাশেই থাকবো। চেষ্টা করবো নিজের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের সেবা করার।  
 
গণজমায়েত এড়ানোর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে থানার পুলিশ সদস্যরা আন্তরিকতার সঙ্গে এসব সহায়তা সামগ্রী দেয়। মুয়াজ্জিন, পুরোহিত, গির্জায় কাজ করা কর্মীসহ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতীকী হিসেবে উক্ত শ্রেণি-পেশার প্রতিনিধিদের সহায়তা দেওয়ার পর বাকিদের নিজেদের গাড়ি দিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে বাড্ডা থানা পুলিশ।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হুমায়ূন কবির, সহকারী পুলিশ কমিশনার আলিম চৌধুরী, তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান ফিফোটেক ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।