ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নোয়াখালীতে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪জন গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
নোয়াখালীতে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪জন গুলিবিদ্ধ গুলিবিদ্ধ

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় পূর্ব শক্রতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনায় একই পরিবারের চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর কাউনিয়া গ্রামের মিয়ার বাজার সংলগ্ন জাকের বলির বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এক পক্ষের একই পরিবারের চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গুলিবিদ্ধরা হলেন, কালা মিয়ার ছেলে আবু জাকের, আবু জাকেরের ছেলে জহির উদ্দিন, আবুল কাসেমের ছেলে আবদুল মান্নান, আবুল কাসেমের মেয়ে নাজমা আক্তার।  

আহতরা জানায়, পূর্ব শক্রতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
স্থানীয় মোকারম, আবু ছায়েদ, পেয়ার আহমদের নেতৃত্বে এ হামলায় গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে শক্রতা রয়েছে। এর জের ধরে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।  


বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
‍এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।