ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাদ্যসামগ্রী দিতে গিয়ে জনসমাগম না ঘটে খেয়াল রাখতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
খাদ্যসামগ্রী দিতে গিয়ে জনসমাগম না ঘটে খেয়াল রাখতে হবে খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। ছবি: বাংলানিউজ

বরিশাল: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, জনসমাগম আমরা করতে চাই না। চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা খেয়াল রাখবেন খাদ্যসামগ্রী দিতে গিয়ে জনসমাগম না ঘটে। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ও টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে অসহায়-দুস্থ মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলা ও সরকারের প্রতিটি নির্দেশনা সবার পালন করা উচিত।

আমরা চাই সহায়তা দিতে গিয়ে যেন জনসমাগম না হয় এবং সামাজিক দুরত্ব বজায় থাকে।

তিনি বলেন, চরকাউয়া ইউনিয়নের অল্প কয়েকজন লোকের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছি, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নেরও কিছু বাড়িতে গিয়েও ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। তবে তালিকা অনুযায়ী বাকি লোকদের ঘরে ঘরে এ ত্রাণ সহায়তা ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বাররা নিজ দায়িত্বে পৌঁছে দেবেন। এ খাদ্য সহায়তা যারা অসহায়-দুস্থ, যারা অনাহারে-অর্ধাহারে রয়েছেন, যাদের ঘরে খাবার নেই তাদের জন্য। যা তাদের বাড়িতে অবশ্যই পৌঁছে দেওয়া হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর হোসেন খান আলো, আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ প্রমুখ।

এদিকে প্রতিমন্ত্রীর দেওয়া দু’টি মোবাইল ফোন নম্বরে খাদ্য সহায়তা চেয়েছেন বরিশাল নগরের দু’টি অসহায় পরিবার। যাদের হাতে শনিবার দুপুরে খাদ্য সহয়তা তুলে দেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুম শামীম।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।