ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহেশখালীতে বজ্রপাতে ৩ লবণচাষির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
মহেশখালীতে বজ্রপাতে ৩ লবণচাষির মৃত্যু প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর হোয়ানকে বজ্রপাতে তিন লবণচাষির মৃত্যু হয়েছে।
 

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত লবণচাষিরা হলেন, হোয়ানক ইউনিয়নের পূর্ব বানিয়াকাটা পশ্চিমপাড়ার আনসার আহম্মদের ছেলে জাহিদুল ইসলাম মানিক, বড় মহেশখালীর জাকিয়াঘোনার মো. জালালের ছেলে ফারুক ও পাশ্ববর্তী পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধরিয়াকাটা গ্রামের সৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বাংলানিজকে জানান, মৃত তিনজনই লবণ মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রসহ ঝড়ো হাওয়া শুরু হলে লবণ মাঠেই তারা বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

বাংলাদেশ সময়: ২১২8 ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এসবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ