ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে ত্রাণ নিয়ে গুজব ছড়ানোয় ২ জনের কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
নবাবগঞ্জে ত্রাণ নিয়ে গুজব ছড়ানোয় ২ জনের কারাদণ্ড

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ত্রাণ নিয়ে গুজব ছড়ানোর অপরাধে শাহাজাদা (৫৮) ও রাকিবুল আলম তুষার (৪০) নামে দুজনকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম সালাউদ্দিন মঞ্জুরের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এ কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত শাহাজাদা উপজেলার বলমন্তচর গ্রামের মৃত আনোয়ার উদ্দিনের ছেলে ও রাকিবুল আলম তুষার একই গ্রামের খাইরুল আলমের ছেলে।


নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, শনিবার দুপুরে বলমন্তচর গ্রামে ত্রাণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুজব ছড়ানোর প্রমাণ পাওয়ায় পুলিশ শাহাজাদা ও রাকিবুলকে আটক করে। পরে বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।