ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দ্বিগুণ কাজ করে নির্ধারিত সময়ে মেগা প্রকল্প শেষ করবে চীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
দ্বিগুণ কাজ করে নির্ধারিত সময়ে মেগা প্রকল্প শেষ করবে চীন

ঢাকা: করোনা ভাইরাসের কারণে চীন এদেশে নিজেদের মেগা প্রকল্পগুলোতে দ্বিগুণ কাজ করে নির্ধারিত সময়ে শেষ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শনিবার (০৪ এপ্রিল) নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে চীনা মেগা প্রকল্পে কোনো ধরনের প্রভাব পড়বে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বাংলাদেশে চীনের মেগা প্রকল্পের বিষয়ে আজ সকালে ঢাকার চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আমার আলাপ হয়েছে ।

এ নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আমি আলাপ করেছি। তারা আমাকে জানিয়েছেন, করোনা ভাইরাস শেষ হওয়ার পরে বাংলাদেশের চীনা মেগা প্রকল্পে দ্বিগুণ কাজ করে নির্ধারিত সময়ে শেষ করবে। এ বিষয়ে তারা আমাদের আশ্বস্ত করেছেন। একইসঙ্গে জাপানও আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছে।

মন্ত্রী বলেন, করোনা ভাইরাসে মৃত্যুর জন্য আজ চীনজুড়ে শোক দিবস পালিত হচ্ছে। আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছি। তবে চীনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, মেগা প্রকল্প নিয়ে কোনো ধরনের চিন্তা না করতে। তারা দ্বিগুণ কাজ করে নির্ধারিত সময়ে এসব প্রকল্প শেষ করবে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।