ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: গুজব ছড়ানোর অভিযোগে রংপুরে আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
করোনা: গুজব ছড়ানোর অভিযোগে রংপুরে আটক ৫ রংপুরে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আটক ৫। ছবি: বাংলানিউজ

রংপুর: করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে ৫ জনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে নগরের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ।

তিনি জানান, শুক্রবার (০৩ এপ্রিল) রাতে রংপুর নগরীর জিএলরায় রোড থেকে একজন ও গাইবান্ধা থেকে চারজনকে আটক করা হয়।

তারা হলেন, আসিক সরদার (২০), আকতারুজ্জামান (২৪), আকিবুজ্জামান অংকন (২০), তানজিলুর রহমান তামিস (২৩) ও সমির ঘোষ দিপ্ত (২৩)।  
আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।