ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারত ফেরত ৫ পাসপোর্টযাত্রী আইসোলেশনে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
ভারত ফেরত ৫ পাসপোর্টযাত্রী আইসোলেশনে

বেনাপোল (যশোর): বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে আসা আসা পাঁচ বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আইসোলেশনে রাখা হয়েছে। এদের শরীরের তাপমাত্রা বেশি হওয়ায় তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে রাখা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে তারা দেশে ফেরেন।

ভারত ফেরত যাত্রীরা হলেন- যশোরের স্বপ্না রানী পাল, মাগুরার বনমালী সিকদার, গোপালগঞ্জের সৌরভ মণ্ডল, বর্না বিশ্বাস ও খুলনার দিদারুল ইসলাম।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার জাহিদুল ইসলাম জানান, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ভারত থেকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ৩৫ জন বাংলাদেশি যাত্রী দেশে প্রবেশ করেন। এর মধ্যে পাঁচজনের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়ায় তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে পাঠানো হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তাররা তাদের বিষয়ে প্রয়োজনীয় নেবেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ইউসুপ আলী জানান, ভারত থেকে আসা পাঁচজন পাসপোর্ট যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি পাওয়ায় তাদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।