ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় কর্মহীন দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
ভোলায় কর্মহীন দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা 

ভোলা: ভোলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রীর নির্দেশে ভোলা সদর আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের সহযোগিতায় শহরের চরনোবাদ শ্মশান কালী মাতার মন্দির কমিটির পক্ষ থেকে শনিবার সকালে (৪ এপ্রিল) এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

সামাজিক দূরত্ব নিশ্চিত করে ভোলা জেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন।

এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, মন্দির কমিটির সভাপতি কমল বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন।

চরনোবাদ এলাকার সাড়ে ৩শ পরিবারের মধ্যে প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি ডাল ও ৫ কেজি করে আলু দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad