ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাস্ক না পরে ঘোরাফেরা করায় রোদে দাঁড় করিয়ে শাস্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
মাস্ক না পরে ঘোরাফেরা করায় রোদে দাঁড় করিয়ে শাস্তি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাস্ক ছাড়া এবং অপ্রয়োজনে বাইরে বের হওয়ার অপরাধে রোদের মধ্যে দাঁড় করিয়ে শস্তি দেওয়া হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) সকালে জেলা শহরের পুরাতন বাজারে সেনাবাহিনীর টহলের সময় অভিযান চালিয়ে এ শাস্তি ও জরিমানা করা হয়।

জানা যায়, বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজারে টহলের পাশাপাশি রাস্তায় অবস্থান নেয় সেনাবাহিনী।

এ সময় মাস্ক না পরার অপরাধে ১০ জনকে ১২০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা না মেনে অপ্রয়োজনে ঘোরার অপরাধে অন্তত ২০ জনকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয় এবং পরবর্তীতে বাইরে বের হলে মাস্ক পরে বের হওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।