ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রাফিক পুলিশকে ২৫ হাজার মাস্ক দিল বসুন্ধরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
ট্রাফিক পুলিশকে ২৫ হাজার মাস্ক দিল বসুন্ধরা

ঢাকা: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে শনিবার (৪ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশকে ২৫ হাজার পিস মাস্ক দিয়েছে দেশের এ শীর্ষ শিল্পগোষ্ঠী। 

বেলা সাড়ে ১১টার দিকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) মো. সাইফুল হকের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজভীর।

উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) মো. সাইফুল হক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত ও যান চলাচল নিয়ন্ত্রণে জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত মাঠে কাজ করছে ট্রাফিক পুলিশ।

বসুন্ধরার দেওয়া মাস্কগুলো এ দুর্যোগের সময়ে অনেক উপকারে আসবে।

এ সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে দিন-রাত কাজ করে ট্রাফিক পুলিশ। করোনা ভাইরাসের এ বিপজ্জনক সময়ে এ বাহিনীটি অত্যন্ত নিরাপত্তা ঝুঁকিতে আছে। সড়কের যান চলাচল তাদেরই নিয়ন্ত্রণ করতে হয়। আজ আমরা ট্রাফিক পুলিশকে মাস্ক দিতে পেরে আনন্দিত। পরবর্তীতে পুলিশকে যেকোনো সহযোগিতার জন্য প্রস্তুত আছে বসুন্ধরা গ্রুপ।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এমআইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।