ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা আক্রান্ত নন নড়াইল সদর হাসপাতালের সেই নার্স 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
করোনা আক্রান্ত নন নড়াইল সদর হাসপাতালের সেই নার্স 

নড়াইল: নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাধবী রানী দাস করোনা আক্রান্ত নন। 

৪ এপ্রিল (শনিবার) সকালে বিষয়টি বিষয়টি নিশ্চিত করে তার ছেলে কৌশিক দাস জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মায়ের করোনা (কোভিড-১৯) পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।

শুক্রবার রাতে মা ঢাকা থেকে বাড়ি (নড়াইল) ফিরেছেন। এখন তিনি ভাল আছেন।

এর আগে করোনা সন্দেহে নড়াইল সদর হাসপাতালের এই সিনিয়র স্টাফ নার্সকে বৃহস্পতিবার (২ এপ্রিল) অ্যাম্বুলেন্সে করে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুস শাকুর জানান, গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বর অনুভব করছিলেন মাধবী। এ পরিস্থিতিতে পরীক্ষা করাতে ঢাকায় যান তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।