ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পলাশবাড়ীতে অর্ধশত পরিবার হোম কোয়ারেন্টিনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
পলাশবাড়ীতে অর্ধশত পরিবার হোম কোয়ারেন্টিনে

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের পারআমলাগাছী গ্রামের অর্ধশত পরিবারকে হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন এ নির্দেশ দেন।

এসময় তার সঙ্গে ছিলেন, গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ ও পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান।

নির্বাহী অফিসার মেজবাউল হোসেন বাংলানিউজকে জানান, ওই গ্রামের এক ব্যক্তি ঢাকায় পুলিশে চাকরি করেন। গত ২৫ মার্চ তিনি ওই গ্রামে ছোট ভাইয়ের বিয়ে ও বিদায় অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও তিনি তার নানা বাড়িসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে যান।

বর্তমানে তিনি করোনার লক্ষণ নিয়ে কর্মস্থল ঢাকায় অবস্থান করছেন। সেখানে পরীক্ষার জন্য তার রক্ত সংগ্রহ করা হয়েছে।  

বিষয়টি জানতে পেরে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই গ্রামের অর্ধশত পরিবারকে হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad