ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৯, এপ্রিল ৪, ২০২০
সুন্দরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে সুন্দরগঞ্জ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মোটরসাইকেল আরোহী মাসুদ মিয়া রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

 

স্থানীয়রা জানান, বিকেল মোটরসাইকেল নিয়ে বামনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জের দিকে আসছিলেন মাসুদ। পথে সুন্দরগঞ্জ-রংপুর সড়কের পশ্চিম বৈদ্যনাথ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মাসুদ মিয়া ঘটনস্থালেই নিহত হন।  

সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, নিহত মাসুদ মিয়ার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।