ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: সংহতি জানিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
করোনা: সংহতি জানিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের চিঠি

ঢাকা: করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সংহতি জানিয়ে চীনের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। 

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার চীনা দূতাবাস জানায়, চীনের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইকে লেখা চিঠিতে কোভিড-১৯ এ আক্রান্তদের ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সংহতি জানান মোমেন।

চিঠিতে তিনি বলেন, আগামী ৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে নিহতদের জন্য চীন সরকার যে জাতীয় শোক পালন করতে চলেছে সেটা আমাকে গভীরভাবে ছুঁয়েছে।



তিনি বলেন, এই সংকট মোকাবিলায় বাংলাদেশ চীনের পাশে রয়েছে।  আমি ধন্যবাদ জানাতে চাই চীনে অবস্থানরত বাংলাদেশিদের। দেশটির সরকার খুব ভালোভাবে দেখভাল করছে তাদের।  

চিঠিতে মোমেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা এবং একই সঙ্গে চীনের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।