ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনার লক্ষণ দেখা দেওয়ায় রমেকে যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
করোনার লক্ষণ দেখা দেওয়ায় রমেকে যুবক

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঢাকাফেরত এক যুবকের (৩১) করোনার উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল হাসপাতাল হাসপাতালে (রমেক) পাঠানো হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) রাত সাড়ে ৭টায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে তাকে রমেকে পাঠানো হয়।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই যুবক ঢাকার গাজীপুরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

গত ৭-৮ দিন আগে তিনি গ্রামের বাড়ি আসেন। আসার পর থেকে তিনি নিজেকে অসুস্থ মনে করছিলেন। এর পর করোনার উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবার বিকেলে তিনি তার বাবাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করেন। পরে ওই যুবক নিজ ইচ্ছায় স্বাস্থ্য পরীক্ষা করতে চাইলে স্বাস্থ্য সহকারী ফজলুর রহমান তাকে রংপুর মেডিক্যালে (রমেক) পাঠিয়ে দেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, ওই যুবককে রংপুরে পাঠানোর পর তাদের বাড়ির আশপাশের প্রতিবেশীদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফল আসলে বিষয়টি জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।