ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

সামাজিক দূরত্ব না মানায় কুমারখালীতে ৬ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, এপ্রিল ৩, ২০২০
সামাজিক দূরত্ব না মানায় কুমারখালীতে ৬ জনের জরিমানা

কুষ্টিয়া: করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে কুষ্টিয়ার কুমারখালীতে ছয়জনকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে উপজেলার ছেউড়িয়া, বাঁশগ্রাম বাজার, শিলাইদহ বাজার, মাজগ্রাম ও কল্যাণপুরে এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ায়ের নেতৃত্বে একটি দল সহায়তা করেন।

বাংলানিউজকে ইউএনও রাজিবুল ইসলাম খান জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে ওইসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্দেশনা অমান্য করায় ছয়জনকে ১৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।