ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নির্দেশনা অমান্য করায় বালিয়াকান্দিতে ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
নির্দেশনা অমান্য করায় বালিয়াকান্দিতে ২ ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ী: সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বাজারের দুই মোবাইল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- সাইফুল ইসলাম ও নজরুল ইসলাম।

বাংলানিউজকে একেএম হেদায়েতুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে বালিয়াকান্দি বাজারের এসআর সুপার মার্কেটের ওই দুই মোবাইল ব্যবসায়ীকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।