bangla news

নরসিংদীতে সেই ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৩ ৯:১৩:৪৮ পিএম
নরসিংদীর মানচিত্র

নরসিংদীর মানচিত্র

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দার টেক এলাকার একতলা ভবনের লকডাউন প্রত্যাহার করা হয়েছে। 

আইইডিসিআর এ নমুনা পরীক্ষায় সন্দেহজনক ওই ব্যক্তির (৪০) শরীরে করোনা ভাইরাস সংক্রমণ না পাওয়ায় শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে লকডাউন প্রত্যাহার করেছে উপজেলা প্রশাসন। 

খুলে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। বাড়ির আশপাশে জনসাধারণের চলাচলে জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (অ দা) ফারহানা আলী।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ দা) ফারহানা আলী বলেন, গত বুধবার ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দার টেক এলাকার এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে একতলা ভবন লকডাউন করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় নরসিংদী ও পলাশের যৌথ মেডিক্যাল টিম ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠায়। পরে শুক্রবার দুপুরে আইইডিসিআর থেকে ওই ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে ভবনের লকডাউন খুলে দেওয়া হয়। তবে তারা অন্তত ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তৌফিক ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   নরসিংদী করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-03 21:13:48