ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সামাজিক দূরত্ব মেনে দৌলতখানে ত্রাণ দিলেন এমপি মুকুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
সামাজিক দূরত্ব মেনে দৌলতখানে ত্রাণ দিলেন এমপি মুকুল

ভোলা: করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ভোলার দৌলতখানে হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে উপজেলায় নিজ বাসভবনের সামনে থেকে দুস্থদের মধ্যে এসব বিতরণ করেন ভোলা-২ (বোরহানউদ্দিন- দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মকুল।  

পরে ট্রাকে করে গ্রাম ও চরাঞ্চলের বেকারদের বাড়ি বাড়ি এসব খাবার পৌঁছে দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল ও এক লিটার করে তেল।

সংসদ সদস্য আলী আজম মুকুল বাংলানিউজকে বলেন, আইন মেনে যারা ঘরে ঘরে অবস্থান করছেন, তাদের মধ্যে অসহায় ও দুস্থদের আমরা সব ধরনের সহযোগিতা করছি। মেঘনার মধ্যবর্তী চরগুলোতে বসবাসকারী দু’টি ইউনিয়নের ২ হাজার পরিবারকেও এসব খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। করোনার প্রভাবে সৃষ্ট সংকটের কারণে যতদিন প্রয়োজন দুস্থদের সহায়তা করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।