ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধুপুর-ধনবাড়ীর ৪ ব্যক্তির নমুনা সংগ্রহ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
মধুপুর-ধনবাড়ীর ৪ ব্যক্তির নমুনা সংগ্রহ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলা থেকে চার ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোর থেকে দুপুরের মধ্যে সংশ্লিষ্টরা নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা টেস্ট সেন্টারে পাঠিয়েছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন জানান, আইসোলেশনে থাকা দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঢাকায় কর্মরত ছিলেন এমন এক শ্রমিক, যিনি বিদেশফেরত কোয়ারেন্টিনে থাকা মালিকের কাছ থেকে গোপনে মধুপুরের বাড়িতে এসেছেন ও তার সান্নিধ্যে যাওয়া অপর এক ব্যক্তি।  

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ সুলতানা জানান, একজন  হাসপাতালের আইসোলেশনে থাকা ও একজন হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।