ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ত্রাণ শুধু সেনাবাহিনী বিতরণ করবে এমন সিদ্ধান্ত নেয়নি সরকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
ত্রাণ শুধু সেনাবাহিনী বিতরণ করবে এমন সিদ্ধান্ত নেয়নি সরকার

ঢাকা: ‘এখন থেকে সরকারের দেওয়া ত্রাণসামগ্রী শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী বিতরণ করবে’, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এটি বানোয়াট তথ্য বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শুক্রবার (০৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘এখন থেকে সরকারের দেওয়া ত্রাণসামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী’ এ মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ’

অনুমান নির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এমইউএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।