ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হোসেনপুরে ৯০০ পরিবারকে খাদ্য সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
হোসেনপুরে ৯০০ পরিবারকে খাদ্য সহায়তা

কিশোরগঞ্জ: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় কিশোরগঞ্জের হোসেনপুরে হতদরিদ্র ও কর্মহীন হয়ে অসহায় ৯০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে উপজেলার ছয়টি ইউনিয়নে এসব বিতরণ করা হয়।  

কিশোরগঞ্জ-১ আসনের (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির নির্দেশে আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সাবেক সদস্য মো. আনোয়ারুল কবীর এসব খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহায়তায় চাল-ডাল, আলুসহ খাদ্যসামগ্রী হতদরিদ্র ও কর্মহীন মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।  

এসময় উপস্থিত ছিলেন- হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এমএ হালিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুবলীগ নেতা আবুহান মোস্তুফা কামাল রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাকিম তানিম, উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোখলেছ, ইয়াসিন আরাফাত শুভ প্রমুখসহ অন্য দলীয় নেতা-কর্মীরা।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।