ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে ৩ ঘণ্টার বেশি বাজার খোলা থাকলে ব্যবস্থা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
সাভারে ৩ ঘণ্টার বেশি বাজার খোলা থাকলে ব্যবস্থা

সাভার (ঢাকা): করোনা ভাইরাসের সংক্রমণরোধে সাভারে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ৩ ঘণ্টা মাছ ও কাঁচাবাজার খোলা রেখে বাকি সময় বাজারসহ সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (০৩ শুক্রবার) বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

তিনি জানান, ফার্মেসি ও মুদি দোকান ছাড়া মাছ ও কাঁচাবাজার ৩ ঘণ্টার জন্য খোলা রেখে সব দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সেনাবাহিনী-পুলিশ-সিভিল প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত বিশেষ সভায় এ সিদান্ত নেওয়া হয়।

তিনি বলেন, এ সময়ে মাছ ও কাঁচাবাজার ছাড়া অন্য কোনো দোকান খোলা রাখলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যারা অপ্রয়োজনে ঘোরাফেরা করবে তাদেরও জরিমানা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।