ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় ত্রাণসামগ্রীর ওজনে কারচুপি, কারাদণ্ড-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
কুষ্টিয়ায় ত্রাণসামগ্রীর ওজনে কারচুপি, কারাদণ্ড-জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় বিতরণের জন্য ত্রাণের সামগ্রী ওজনে কম দেওয়ার দায়ে এক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে অভিযানটি পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।  

ইউএনও বাংলানিউজকে জানান, দুপুরে বড়বাজার এলাকায় বাজার মনিটরিং করতে গিয়ে নয়ন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী নয়ন হোসেনকে চাল-ডাল, আলুসহ ত্রাণের পণ্যসামগ্রী ওজনে কম দেওয়ার দায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।