ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, এপ্রিল ৩, ২০২০
চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় বৃদ্ধা নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত আলসাধুর ধাক্কায় গোলবানু (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। গোলবানু ওই এলাকার মৃত বশির হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

নিহতের মেয়ের জামাই বাংলানিউজকে জানান, দুপুরে ওই মহাসড়ক পার হচ্ছিলেন তার শাশুড়ি গোলবানু। এসময় মাছভর্তি একটি আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।  

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।