ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে নকল হ্যান্ড স্যানিটাইজারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
রূপগঞ্জে নকল হ্যান্ড স্যানিটাইজারসহ আটক ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অননুমোদিত কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের অপরাধে জামাল মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। 

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।  

র‍্যাব জানায়, ২ এপ্রিল রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার নোয়াগাঁও এলাকায় অবস্থিত একটি অননুমোদিত কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের অপরাধে কারখানার মালিক  জামালকে আটক করা হয়।

এ সময় কারখানা থেকে ১৫০০ লিটার অ্যালকোহল, ১০০ মিলিলিটার ওজনের ১৩০০ বোতল, ৫০ মিলিলিটার ওজনের ২৫০ বোতল, ৫০ মিলিলিটার ওজনের লেবেলবিহীন ২৫০ বোতলসহ সর্বমোট ১৮০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার ও ১২৫০টি ব্যান্ডের লেবেল জব্দ করা হয়। জামাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার নোয়াগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।