ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে কোয়ারেন্টিনে থাকা আরও ১৮৩ জনকে ছাড়পত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
সিলেটে কোয়ারেন্টিনে থাকা আরও ১৮৩ জনকে ছাড়পত্র

সিলেট: করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে থাকা আরও ১৮৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেইসঙ্গে নতুন করে ১১ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় নেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

ডা. আনিসুর রহমান বলেন, করোনা ভাইরাসের উপসর্গ না পাওয়ায় শুক্রবার সিলেটে ২৯, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ৮৭ এবং মৌলভীবাজারে ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি বলেন, ১০ মার্চ থেকে এ পর্যন্ত ২ হাজার ৫৪৪ জন হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে সিলেটে ৭১০, সুনামগঞ্জে ৫১৩, হবিগঞ্জে ৭০৭ এবং মৌলভীবাজারে ৫৬৪ জন। এছাড়া ২৩ জনকে হাসপাতাল আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফিরেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আসা ১১ জনের মধ্যে ৬ জন হবিগঞ্জের ও ৫ জন মৌলভীবাজারের। এ নিয়ে এখনও হোম কোয়ারেন্টিনে আছেন ৫৭৩ জন। এরমধ্যে সিলেটে ২১৮, সুনামগঞ্জে ১১৬, হবিগঞ্জে ১৪৭ এবং মৌলভীবাজারে ৯২ জন।

এরআগে বৃহস্পতিবার (২ এপ্রিল) ১৮৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।