ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবচরে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
শিবচরে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ৫০০ পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসব সামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার-পরিকল্পনা বিভাগ, কমিউনিটি ক্লিনিক, শিবচর পৌরসভা, বেসরকারি ক্লিনিক, শিবচর বণিক সমিতি, শিবচর থানা, উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের দেওয়া হয়।

এসময় চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেন, ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে যেন ফটোসেশন না হয়। মানুষের পাশে এসে দাঁড়ান। শিবচরের মানুষের কোনো কষ্ট হবে না। আমাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। শিবচর থানা আওয়ামী লীগেরও পর্যাপ্ত ত্রাণ দেবার ক্ষমতা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লতিফ মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।