ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিকদের পিপিই দিলেন এমপি মুকুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
সাংবাদিকদের পিপিই দিলেন এমপি মুকুল

ভোলা: পেশাগত কাজে করোনা ভাইরাসে ঝুঁকি এড়াতে ভোলায় কর্মরত সাংবাদিকের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী দিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে দৌলতখানের নিজ বাড়িতে সংসদ সদস্য ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাব অপুর হাতে এসব উপকরণ তুলে দেন।

এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংসদ সংদস্য আলী আজম মুকুল জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কঠিন সময় পার করছে মানুষ। এ সময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর মতো সাংবাদিকরাও ঝুঁকি নিয়ে মাঠে সংবাদ সংগ্রহের কাজে থাকেন। তাই তাদেরও পেশাগত নিরাপত্তার দরকার রয়েছে। বিষয়টি মাথায় রেখে ব্যক্তিগত তহবিল থেকে ভোলা জেলার কর্মরত সাংবাদিকদের জন্য পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাক্সসহ বিভিন্ন উপকরণ দিয়েছি।

এদিকে পিপিই পেয়ে সংসদ সদস্যকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad