ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
করোনা: বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য।

শুক্রবার (০৩ এপ্রিল) ঢাকার ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

জাভেদ প্যাটেল বলেন, গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ সরকার কঠোর কোয়ারেন্টিন নীতি গ্রহণ করেছে।

আমরা একটি কঠিন সময় পার করছি। আমাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। সে কারণে   একতাবদ্ধ হয়ে আমাদের সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।

তিনি বলেন, এই কঠিন সময়ে ব্রিটিশ হাইকমিশন এখনো বাংলাদেশে কাজ করছে। আমরা বাংলাদেশে সাহায্য অব্যাহত রাখবো।   আমি প্রার্থনা করি, এই কঠিন সময়ের অবসান হোক।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
টিআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।