ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৬ টন জাটকা জব্দ করে ছিন্নমূলদের বিতরণ র‌্যাবের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
৬ টন জাটকা জব্দ করে ছিন্নমূলদের বিতরণ র‌্যাবের

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ প্রায় ৬ টন জাটকা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরপর সেসব জাটকা বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, দুস্থ ও ছিন্নমূলদের মধ্যে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, যাত্রাবাড়ী মৎস্য আড়তে মৎস্য অধিদপ্তর ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে প্রায় ৬ টন জাটকা জব্দ করা হয়।

ইলিশের যোগান বাড়াতে জাটকা আহরণ ও কেনা-বেঁচা নিষেধ। এরপরেও কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি লাভের আশায় জেলেদের কাছ থেকে এসব জাটকা সংগ্রহ করে বিক্রি করে আসছিলো।

জব্দ করা জাটকা পরবর্তীতে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং যাত্রাবাড়ী, কমলাপুর, মানিকনগর ও খিলগাঁও এলাকার কয়েক'শ দুস্থ-ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবের মধ্যেই কিছু লোক অপরাধ করার চেষ্টা করছেন। অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

করোনা প্রতিরোধে সরকার নির্দেশিত সামাজিত দূরত্ব বজায় রেখে জব্দ করে জাটকা বিতরণ করা হয়েছে। এ সময় দুস্থ ও ছিন্নমূলদের প্রত্যেককে প্রায় ৫/৬ কেজি করে জাটকা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ