ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় সাতদিন জ্বরে ভুগে কলেজছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
সাতক্ষীরায় সাতদিন জ্বরে ভুগে কলেজছাত্রের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের নারানপুর গ্রামে সাতদিন জ্বরে ভুগে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার তিনি মারা যান। মৃত ওই কলেজছাত্র নরানপুর গ্রামের ইটভাটা শ্রমিকের ছেলে।


 
ওই কলেজছাত্রের মা জানান, ৬-৭ দিন ধরে তার জ্বর ছিল। খাওয়া দাওয়া করতে পারেনি। গ্রাম্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়ানো হয়। কিন্তু তাতে কাজ হয়নি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি মারা যান। মৃত্যুর সময় তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বাংলানিউজকে জানান, ঘটনাটি জানার পর নারানপুর গ্রামে ওই কলেজছাত্রের বাড়িতে একটি মেডিক্যাল দল পাঠানো হয়েছে। এছাড়া আইইডিসিআরের সঙ্গে কথা বলেছি। নমুনা সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছে।

তিনি বলেন, যেহেতু মুখ দিয়ে রক্ত উঠেছে এটা একটু ভয়ের। তবুও এখনই এটি করোনা কী না সেটি বলা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।