bangla news

নরসিংদীতে কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে কিশোরীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৪-০৩ ৪:৪২:৩০ এএম
নরসিংদীতে কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে কিশোরীর মৃত্যু

নরসিংদীতে কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে কিশোরীর মৃত্যু

নরসিংদী: নরসিংদী সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতঘরের দেয়াল ধসে ইয়াছমিন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় তার আরও দুই বোন রত্না (১৬) ও হাসি (১০) গুরুতর আহত হয়। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় শহরের বানিয়াছল বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছমিন এলাকার চা বিক্রেতা ইয়াছিন মিয়ার মেয়ে।

দুর্ঘটনায় মেয়ের মৃত্যু প্রসঙ্গে ইয়াছিন মিয়া বলেন, সন্ধ্যায় পরিবারের সবাই গল্প করছিল। এমন সময় কালবৈশাখী ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বসতঘরের উচু দেয়াল ধসে পড়ে। আমার তিন মেয়েই দেয়ালের নিচে চাপা পড়ে। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইয়াছমিন মারা যায়। অপর ২ মেয়েকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে কালবৈশাখী ঝড়ে নরসিংদী শহরের বেশ কিছু কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা উপড়ে রাস্তায় পড়েছে। ঝড়ে শহরতলীর বীরপুর, বৌয়াকুড়, হাজীপুর, বানিয়াছল, তরোয়া, ভেলানগর, বাসাইল, বাগদি, চৌয়ালা, শালিধা ও ব্রাহ্মন্দী এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০ 
এসবি/এইচজে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-04-03 04:42:30