ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে করোনায় প্রথম মৃত্যু, আশপাশের বাড়ি লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
নারায়ণগঞ্জে করোনায় প্রথম মৃত্যু, আশপাশের বাড়ি লকডাউন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম এক নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে বন্দরের রসূলবাগ এলাকায় আক্রান্তের বাড়ির গলিসংলগ্ন সবগুলো বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ বাংলানিউজকে জানান, গত ৩০ মার্চ রাতে ওই নারীর মৃত্যু হয়।

তিনি করোনার উপসর্গ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর পর আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার তার রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়।  

সিভিল সার্জন আরও জানান, রিপোর্ট পাবার পরপরই আমরা উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে ওই বাড়ির আশপাশের বাড়িসহ পুরো গলি লকডাউন করে দিয়েছি।  

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।