ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড়ি ভাড়া মওকুফ, লোন-বিল স্থগিতের সিদ্ধান্ত নেয়নি সরকার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
বাড়ি ভাড়া মওকুফ, লোন-বিল স্থগিতের সিদ্ধান্ত নেয়নি সরকার 

ঢাকা: করোনা পরিস্থিতিতে বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল ৩ মাসের জন্য স্থগিত, সব অফিসে ১ মাসের ছুটি সংক্রান্ত যে গুজব ফেসবুকে ভাইরাল করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় গৃহীত কোনো পদক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কিংবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সবাইকে অবহিত করবেন।

 

সরকারের সিদ্ধান্ত বিষয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অপপ্রচার অপরাধের পর্যায়ে পড়ে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমইউএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।