ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিল্লি মসজিদে জমায়েতে থাকা ৭৩ বাংলাদেশি ভারতে কোয়ারেন্টিনে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
দিল্লি মসজিদে জমায়েতে থাকা ৭৩ বাংলাদেশি ভারতে কোয়ারেন্টিনে

ঢাকা: দিল্লির নিজামুদ্দিন মারকাজের তাবলিগ জামাতে অংশ নেওয়া ৭৩ জন বাংলাদেশি নাগরিককে ভারত সরকার কোয়ারেন্টিনে রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দিল্লির নিজামুদ্দিন মারকাজের তাবলিগ জামাতে অংশ নেওয়া ৭৩ জন বাংলাদেশি নাগরিককে ভারত সরকার কোয়ারেন্টিনে রেখেছে।

তবে ঠিক কতজন বাংলাদেশি সেখানে অংশ নিয়েছিলেন, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ড. মোমেন বলেন, তাবলিগে অংশ নেওয়া বাংলাদেশিদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর করোনা নেগেটিভ হলে তাদের ফিরিয়ে আনা হবে।  

তিনি আরো জানান, ভারতে আটকে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

দিল্লির নিজামুদ্দিন মারকাজে গত ১৩-১৫ মার্চ অনুষ্ঠিত তাবলিগ জামাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন অংশ নেন। বাংলাদেশ নিশ্চিত না হলেও ভারত সরকার জানিয়েছে এতে বাংলাদেশ থেকে ৪৯৩ জন নাগরিক অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।