ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘কাজ দাও নাহলে ত্রাণ দাও’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
‘কাজ দাও নাহলে ত্রাণ দাও’ যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হওয়া ত্রাণ না পাওয়া বিক্ষুব্ধ নারী-পুরুষ। ছবি: বাংলানিউজ

যশোর: করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে যশোরে সরকারি ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছেন শত শত কর্মহীন নারী-পুরুষ। ‘কাজ দাও নাহলে ত্রাণ দাও’ স্লোগানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন তারা।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে ১টা ৩০মিনিটে এ বিক্ষোভের ঘটনা ঘটে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশদ্বারে তালা লাগালে বিক্ষোভকারীরা কার্যালয় চত্বরে অবস্থান নেয়।

 

এর আগে, বেলা ১০টার পর থেকে যশোর পৌর কমিউনিটি সেন্টারে ত্রাণ বিতরণ করে যশোর পৌরসভা। ত্রাণ বিতরণকালে হাজারো লোক সেখানে ভিড় করে। এক পর্যায়ে দুপুরে ত্রাণ বিতরণ শেষ হয়ে যায়। এসময় ত্রাণের অপেক্ষায় থাকা শত শত নারী পুরুষ ত্রাণ না পাওয়ায় ক্ষুব্ধ হন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
ইউজি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।