ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হতদরিদ্রদের খাদ্য সামগ্রী দিলো সাতক্ষীরা জেলা সমিতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
হতদরিদ্রদের খাদ্য সামগ্রী দিলো সাতক্ষীরা জেলা সমিতি সাতক্ষীরা জেলা সমিতির খাদ্য বিতরণ

করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে সাতক্ষীরার আটটি থানার ঘরবন্দি কর্মহীন ১ হাজার ৪শ অতিদরিদ্র পরিবারে খাদ্য বিতরণ করেছে ঢাকাস্থ ‘সাতক্ষীরা জেলা সমিতি’।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সমিতির সভাপতি এম খলিলুল্লাহর নেতৃত্বে প্রতি পরিবারে ১০ দিনের খাবার সরবরাহ করা হয়েছে।

চলতি মাসের মাঝামাঝি ২ হাজারের বেশি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে।

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি এ সহায়তা বিতরণের আনুষ্ঠানিকতা শুরু করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সবুর, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসএম আমজাদ হোসেনসহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।