ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারি নিষেধাজ্ঞা না মানায় পাকুন্দিয়ায় ১৩ চালককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
সরকারি নিষেধাজ্ঞা না মানায় পাকুন্দিয়ায় ১৩ চালককে জরিমানা

কিশোরগঞ্জ: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে গাড়ি চালানোর দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৩ সিএনজিচালিত অটোরিকশা চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান, উপজেলা ভূমি কার্যালয়ের নাজির মো. শাহ আলমসহ পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান বাংলানিউজকে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে বের হওয়ায় ১৩ অটোরিকশা চালককে ১২ হাজার টাকা জরিমানা করাসহ ২০টি অটোরিকশা জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ